পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রত্যাবর্তন

- কেমন আছো...? আজ প্রায় তিন বছর পরে ইশার সাথে দেখা, অফিশিয়াল কাজে রাতেই কক্সবাজার যেতে হবে,  হানিফ পরিবহনে টিকেট বুক দিয়ে বাসে উঠে পাশের সিটে দেখি ইশাকে, প্রথম দিকে বাসের ভিতরের মৃদুআলোয় খেয়াল করা হয়নি। সে'ই প্রথম দেখেছিলো আর তার কেমন আছো জানতে চাওয়ার বদৌলতে আমার তাকে দেখা। আজ প্রায় তিন বছর পর দুজনে মুখামুখি।  শেষ দেখা হয়েছিলো সেদিন যেদিন ইশা আমাদের চারবছরের ভালোবাসার সম্পর্ক এবং দেড় বছরের সংসার ভেঙ্গে দিয়ে হলদে ভাবের কাগজে প্রিন্ট করা ডিভোর্স পেপারে সই করেছিলো।  সেদিন অনেক কেঁদেছিলাম এবং ইশার নিকট হাত জোড় করেছিলাম,  যেনো সে আমাকে ছেড়ে না যায়। কিন্তু সেদিনকার আমার কান্নাগুলো ছিলো তার নিকট মূল্যহীন,  রুক্ষহস্তে ডিভোর্স পেপারে সই দিয়ে ইতি ঘটিয়েছিল আমাদের সম্পর্কের।  সেদিন বেকারত্ব কেড়ে নিয়েছিলো আমাদের ভালোবাসা।  বেকার ছিলাম আমি,  ইশা বড়লোক বাবার মেয়ে।  আমার সাথে দেড়বছর কাটিয়েছে যে, তা ভাগ্যই বলা যায়, সোনার চামচ মুখে নিয়ে বড় হওয়া মেয়েটি নুন আর পান্তা খেয়ে কদিন'ই বা কাটাবে..? ভালোবাসার জোরে দেড়বছর তারপর  ডিভোর্স।  ডিভোর্স পেপারে সই করেছিলাম বাধ্য হয়েই যদিও ইচ্ছে ছিলো না, কিন্তু ভা