পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালোবাসার অস্তিত্ব

ভালোবাসার অস্তিত্ব -আবু রায়হান ইফাত -" কিরে তোর আজ কি হলো...??  এমন করচিস কেনো..?? ( রিশাদ কে উদেশ্য করে সানভীর প্রশ্ন ) - " এই তুই কথা বলছিস না কেনো...?? রিশাদ..... রিশাদ.... এই রিশাদ তোর কি হলো....?  কথা বল দোস্ত প্লিজ। রিশাদ আর সানভী দুজনেই বাল্যকালের বন্ধু,  সেই প্রাইমারি থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত  দুজনেই একসাথেই একই স্কুল, কলেজ এবং ভার্সিটি তে  পড়ছে,  দুজনের বন্ধুত্ব দেখে সহপাঠীরা ইর্ষান্বিত হতো.... ইশ তাদের মতো বন্ধু পাইতাম ! স্কুল,  কলেজ এমন কি ভার্সিটির শিক্ষক গনই তাদের  জোড়মানিক ডাকতো। দুজনেই মেধাবী ছাত্র ছিলো তাই শিক্ষক এবং পরিবার পরিজন সবার কাছেই তারা অন্যতম স্থান দখল করেছিল। সানভী ও রিশাদ ঢাকা ভার্সিটি তে দর্শন বিভাগে  ২য় বর্ষে পড়াশোনা করে এবং একই হলে থাকে,  সানভী যে কোনো একটা কাজে একদিন জন্য ঢাকার বাহিরে গেছিলো রিশাদ কে হলে একা রেখে,  রিশাদ কে ও যাওয়ার জন্য বলেছিল কিন্তু জ্বর থাকার কারনে সে যেতে পারে নি,  তাই সানভী কে একাই যেতে হয়েছে। আজ সানভী ফিরে এসেছে, হলে এসে দেখে রুমের দরজা বন্ধ,  ভাবছিলো রিশাদ হয়তো বাহিরে গেছে তাই ব্যাগ থেকে চাবি বাহির করে